শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

নওগাঁয় স্কুলছাত্রকে গলা কেটে হত্যা

প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

নওগাঁ জেলা সংবাদদাতা : নওগাঁ’র বদলগাছি উপজেলায় এক স্কুলছাত্রকে গলা কেটে হত্যা করেছে দুবৃর্ত্তরা। উপজেলার চকাবিল মাঠে একটি ধানক্ষেতে শুক্রবার সকালে তার শেয়ালে খাওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ।
বদলগাছি থানার অফিসার্স ইনচাজ তদন্ত জানিয়েছেন হত্যার শিকার স্কুলছাত্র আহসান হাবিব বিদ্যুৎ (১৬) উপজেলার কোলা গ্রামের মো. আনোয়ার হোসেনের পুত্র। সে একই উপজেলার চকাবিল গ্রামে নানা বাড়ি থেকে পড়াশুনা করছিল। সে বালুভরা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনির ছাত্র।
পারিবারিকসুত্রে জানা গেছে গত বৃহষ্পতিবার রাত ৮ টায় কে বা কারা তাকে মোবাইফোনে ডেকে নেয়। তারপর রাতে সে আর বাড়ি ফিরেনি।
শুক্রবার সকালে স্থানীয় লোকজন তার লাশ দেখতে পেয়ে পুলিশে সংবাদ দিলে পুলিশ এসে তার লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে বদলগাছি থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানায় এই হত্যাকা-ের কোন কারণ এখন পর্যন্ত উদঘাটিত হয়নি। তবে কারণ অনুসন্ধানে জোর তৎপরতা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন