বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ফেনীতে এমপির গাড়িবহরে ছাত্রলীগ-যুবলীগের হামলা ওসিসহ আহত ৫

প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফেনী-৩ আসনের সংসদ সদস্য হাজী রহিম উল্যাহর গাড়িবহরে হামলা চালিয়েছে ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা। এ সময় গাড়িতে থাকা হাজী রহিম উল্যাহর সমর্থক সাগর, মাসুদ নামের তিন যুবলীগ কর্মী আহত হয়। গাড়ি ঘুরিয়ে সংসদ সদস্য রহিম উল্যাহ তার সমর্থকদের নিয়ে ফিরে দাঁড়ালে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় তাদের নিবৃত্ত করতে গিয়ে ওসি তদন্ত মেজবাহ উদ্দিন মারাত্মক আহত হন। তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় সোনাগাজী উপজেলা আ’লীগের কার্যালয় থেকে এ হামলা চালনো হয়।
জানা গেছে, দু’গ্রুপের মধ্যে তুমুল উত্তেজনা চলছে। পাঁচ হাত দূরত্বে দু’গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়ে এক গ্রুপ অপর গ্রুপকে গালমন্দ করছে। এতে সোনাগাজী বাজারের ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ কারণে ব্যবসায়ীরা সব দোকানপাট বন্ধ করে দিয়েছে। প্রসঙ্গত, ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী সমর্থিত উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ফেনী-৩ আসনের সংসদ সদস্য হাজী রহিম উল্যাহসহ আ’লীগের একাংশের সঙ্গে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ৮টা পর্যন্ত দু’গ্রুপ মুখোমুখি অবস্থানে ছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন