প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি পেশ আজ
স্টাফ রিপোর্টার : অপেক্ষমাণ হজযাত্রীদের হজে পাঠানোর ব্যবস্থা নিন। অনতিবিলম্বে প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের নতুন কোটা বরাদ্দ প্রাপ্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশু হস্তক্ষেপ নিতে হবে। আল্লাহর মেহমান অপেক্ষমাণ হজযাত্রীরা আজ রাস্তায় রাস্তায় ঘুরছেন। সউদী সরকারের সাথে যোগাযোগ করে এসব অপেক্ষমাণ হজযাত্রীদের নতুন কোটা এনে হজে পাঠানো জরুরী হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজীদের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। প্রধানমন্ত্রী সউদী বাদশাহর সাথে যোগাযোগ করে এসব হজযাত্রীকে হজে পাঠানোর বিষয়টি নিশ্চিত করতে পারেন। গতকাল অপেক্ষমাণ হজযাত্রীদের নতুন কোটা বরাদ্দে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপের দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে হাব সমন্বয় পরিষদ আয়োজিত অবস্থান কর্মসূচিতে নেতৃবৃন্দ একথা বলেন। পরে হজযাত্রীদের সৃষ্ট সংকট নিরসন এবং প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা কামউরুল ইসলাম সাঈদ আনসারী।
সংগঠনের আহবায়ক আলহাজ রুহুল আমিন মিন্টু’র সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব ও আওয়ামী লীগ নেতা রেজাউল করিম উজ্জল, হাবের সাবেক সভাপতি আলহাজ জামাল উদ্দিন আহমেদ, হাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও আটাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এইচ এম তাজুল ইসলাম দারোগা, মাওলানা মোঃ যাকারিয়া, আলহাজ মুজিবুল হক শুক্কুর, ক্বারী গোলাম মোস্তফা, ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ, শাহ আলী, নাজমূল হক, মাওলানা আজিজুর রহমান বুলবুলি, সোহার্দা ওয়াহেদ এয়ার ট্রাভেলসের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ দেলোয়ার হোসেন, আলহাজ নাজমুল হক, অধ্যাপক মঈনদ্দিন, হায়াতুন নবী, আলহাজ শহিদুল্লাহ খান, রাকিবুল ইসলাম ও মাওলানা আব্দুল হালিম বারি। সংগঠনের সদস্য সচিব রেজাউল করিম উজ্জল বলেন, বাংলাদেশের হজযাত্রীর সংখ্যা দিন দিন বাড়ছে। চলতি বছর প্রাক-নিবন্ধিত প্রায় ৪০ হাজার হজযাত্রী হজে যাওয়ার সুযোগ না পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন। এসব অপেক্ষমাণ হজযাত্রীকে হজে পাঠানো জরুরী হয়ে পড়েছে। তিনি অপেক্ষমাণ হজযাত্রীদের নতুন কোটা প্রাপ্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক হস্তক্ষেপ কামনা করেন। সভাপতির বক্তব্যে আলহাজ রুহুল আমিন মিন্টু বলেন, প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের হজে যাওয়ার বিষয়টি ঝুলে থাকায় তারা চরম হতাশায় দিন কাটাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজীদের ব্যাপারে অত্যন্ত আন্তরিক বিধায় একমাত্র প্রধানমন্ত্রীই অপেক্ষমাণ হজযাত্রীদের নতুন কোটা এনে তাদের হজে পাঠাতে পারেন। তিনি আজ রোববার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জমায়েত হয়ে অপেক্ষমাণ হজযাত্রীদের হজে পাঠানোর দাবীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেন। আগামীকাল সোমবার থেকে হাজী ক্যাম্পের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি চলবে। আলহাজ জামাল উদ্দিন আহমেদ বলেন, হাবের বর্তমান অযোগ্য কমিটি ও ধর্ম মন্ত্রণালয়ের ব্যর্থতার দরুন হজযাত্রীদের নতুন কোটা আসছে। তিনি দুর্নীতিগ্রস্ত হাবের কমিটি বাতিল করে হাবে প্রশাসক নিয়োগের দাবী জানিয়ে বলেন, দুর্নীতিমুক্ত হজ প্রতিষ্ঠার লক্ষ্যেই অপেক্ষমাণ হজযাত্রীদের হজে পাঠানোর ব্যবস্থা নিন। এতে কোটা বঞ্চিত হজ এজেন্সির মালিক-প্রতিনিধি ও প্রাক নিবন্ধিত হজযাত্রীদের আজকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি পেশ কর্মসূচি সফল করার জন্য উপস্থিত হবার জন্য অনুরোধ জানানো হয়েছে। এদিকে, হাবের সাবেক সহ-সভাপতি ও লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম ফারুক (পিন্কু) হাব সমন্বয় পরিষদের উদ্যোগে অপেক্ষমাণ হজযাত্রীদের হজে পাঠানোর দাবীতে কর্মসূচিতে তার সমর্থন নেই বলে কে বা কারা মিথ্যা ই-মেইল বার্তা প্রেরণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপের কারণেই শেষ সময়ে ৫ হাজার হজযাত্রী হজে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। তিনি অপেক্ষমাণ হজযাত্রীদের হজে পাঠাতে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন