নগরীর পাঠানটুলীতে যুবলীগ কর্মী মারুফ হোসেন চৌধুরী হত্যা মামলায় চার যুবলীগ কর্মী গতকাল বুধবার আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। আসামিরা হলেন- মোস্তফা কামাল টিপু, মো. মাহবুব, ফয়সাল খান ও মো. রাব্বি। গত ১২ নভেম্বর রাতে নগরীর কর্মাস কলেজের সামনে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হন মারুফ। পরদিন চমেক হাসপাতালে তিনি মারা যান। মহানগর দায়রা জজ আদালতের পিপি মোহাম্মদ ফখরুদ্দিন চৌধুরী বলেন, এ চার আসামি উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। আদালতের নির্দেশে তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে মহানগর দায়রা জজ আদালত তা নামঞ্জুর করেন। মামলার প্রধান আসামি রমজান আলীকে ১৭ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার ফেরিঘাট এলাকার একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার করে পুলিশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন