শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

তিন পুলিশ সুপারের পদায়ন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২১, ১২:০৬ এএম

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৩ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়। জনস্বার্থে অবিলম্বে এ আদেশ কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।
পদায়নকৃতদের মধ্যে নরসিংদীর এসপি প্রলয় কুমার জোয়ারদারকে যশোর জেলার এসপি, যশোর জেলার এসপি মুহাম্মদ আশরাফ হোসেনকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার ও শেরপুর জেলার এসপি কাজী আশরাফুল আজীমকে নরসিংদী জেলার এসপি হিসাবে পদায়ন করা হয়েছে। এর আগে, গত ৯ ডিসেম্বর শেরপুরের এসপি আশরাফুল আজীমকে গাজীপুরে বদলি করা হয়েছিল। এখন সেই আদেশটি বাতিল করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন