২০২৩ সাল পর্যন্ত আইফোনের মূল ক্যামেরায় বড় কোন আপডেট পাওয়া যাবে না। তবে এ সময়ের মধ্যে আইফোনের ক্যামেরা লেন্সে সামান্য পরিবর্তন আসতে পারে। অ্যাপল পণ্যের বিশ্বস্ত বিশ্লেষক মিং-চি কুয়ো এমন দাবি করেছেন।
মিং-চি কুয়োর দাবি, চলতি বছর ও আগামী বছর আইফোনের আল্ট্রা-ওয়াইড এবং টেলিফটো লেন্সে কিছুটা আপডেট আসতে পারে। কিন্তু ২০২৩ সাল পর্যন্ত মূল লেন্সে বড় কোনো পরিবর্তন আসবে না।
আগামীতে অ্যাপলের হাতে আইফোনের মূল ক্যামেরা লেন্স সরবরাহকারী প্রতিষ্ঠান থাকবে তিনটি। এগুলো হলো লার্গান, জিনিয়াস ইলেকট্রনিক অপটিক্যাল (জিএসইও) এবং সনি অপটিক্যাল।
আইফোন ১২ সিরিজের ডিভাইসগুলোয় আগের সংস্করণের তুলনায় উন্নত লেন্স ব্যবহার করেছে অ্যাপল, যা ইতিবাচক সাড়া ফেলেছে। আগামী কয়েক বছর আইফোনের ছবির মান আরো উন্নত করতে সফটওয়্যারের উপরে জোর দিতে পারে অ্যাপল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন