আইফোন ১৪ সিরিজ বাজারে আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। স্মার্টফোন জগতে আইফোন ১৪ ও ১৪ প্লাসে সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন পণ্য প্রযুক্তি প্রতিষ্ঠানটি। ওয়াইফাই অথবা ডাটা কাজ না করলে জরুরি মুহূর্তে প্রথমবারের মতো স্যাটেলাইট ব্যবহার উপযোগী প্রযুক্তি যুক্ত হয়েছে আইফোন ১৪ সিরিজের ফোনে। নতুন এই সেবাটি দুই বছর বিনামূল্যে ব্যবহার করা যাবে। যদিও নতুন সেবাটি প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও কানাডায় শুরু হচ্ছে। করোনা মহামারীর শুরুর পর এবারই প্রথম দর্শকদের সামনে পণ্য উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। স্মার্টফোনের একটি বড় সমস্যা হলো আলোর স্বল্পতা। তবে নতুন আইফোন ফটোনিক ইঞ্জিন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আইফোনে ইমার্জেন্সি স্যাটেলাইট কানেক্টিভিটি এবং কার ক্র্যাশ ডিটেকশন টেকনোলজি রয়েছে। থাকছে চারটি ভার্সন। আইফোন-১৪ চারটি ভিন্ন রঙয়ে কিনতে পারবেন ব্যবহারকারীরা। আইফোন ১৪-এ ৬.১ এবং ১৪ প্লাসে ৬.৭ ইঞ্চির স্ক্রিন রয়েছে। দীর্ঘক্ষণ চার্জ থাকবে বলে দাবি প্রতিষ্ঠানটির, যা অ্যাপেলের অন্য কোনও ফোনে আগে ছিল না। নিখুঁত ছবি তুলতে পেছনে থাকছে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি ক্যামেরা ও ফেস আইডি সেন্সরের নচ থাকছে। সব শেষ সংস্করণে তাদের ফোনে দ্রæত প্রযুক্তির সেন্সর যুক্ত করেছে টেক জায়গান্টি। যার ফলে দ্রæত গতিতে ছবি তুলতে সক্ষম এই সিরিজের ফোনগুলো। প্রতিবেদনে বলা হয়, নতুন আইফোনে সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে রয়েছে। রয়েছে ৫জি প্রযুক্তির সুবিধা। আইফোন ১৪ এর দাম ৭৯৯ মার্কিন ডলার এবং প্রো মডেলের দাম ৮৯৯ মার্কিন ডলার থেকে শুরু হবে। বিবিসি, গেজেটস নাউ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন