শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ভুবনের হাতে এখন ৭০ হাজার রুপির আইফোন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুন, ২০২২, ১২:০২ এএম

কাঁচা বাদাম গান গেয়ে রাতারাতি ভাইরাল হওয়া ভুবন বাদ্যকরের জীবনমান বদলে গেছে। শুধু বিশাল অট্টালিকাই তৈরি করেননি তিনি। তার হাতে এখন ৭০ হাজার রুপির আইফোনও বটে। এসব কখনো কল্পনাতেও ভাবেননি ভুবন বাদ্যকর। স¤প্রতি দুবরাজপুরের কুড়ালজুড়ি গ্রামে অট্টালিকা তৈরি করেছেন ভুবন। চকচকে সেই বাড়ির অন্দরসজ্জা। এক সময় নিজে ব্যবহার করতেন ভাঙা মোবাইল ফোন। ভাঙা মোবাইলের বিনিময়ে বাদামও বিক্রি করতেন। সেই ভুবন বাদ্যকরের হাতে এখন কালো রঙের আইফোন-১৩। গায়ক হিসেবে সুনাম ছড়িয়ে পড়তেই গাড়ি কিনেছিলেন এই বাদাম বিক্রেতা। তবে তা চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। এরপর বিক্রি করে দেন সেই গাড়ি। ভুবন জানিয়েছেন, তার গান শুনে খুশি হয়ে আইফোন উপহার দিয়েছেন দিল্লির এক ব্যক্তি। তিনি বলেন, ‘ভালবাসা দিয়েই আমি একটি আইফোন উপহার পেয়েছি। তাতে খুব খুশি হয়েছি। আমি এটা ভাবতে পারিনি। দিল্লির এক ব্যক্তি আমাকে এই উপহার দিয়েছেন। আমার গান শুনে তার ভালো লেগেছে।’ আইফোন পেলেও তার সঠিক ব্যবহারবিধি এখনো পুরোপুরি আয়ত্ত¡ করতে পারেননি ভুবন। তিনি বলেন, ‘এই ফোন দিয়ে ছবি তুলছি, ফোন করছি। তবে এখনও ইউটিউব দেখিনি। খুব ভালো লাগছে।’ এবিপি।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন