সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শেখ মোহাম্মদ মোরশেদ এবং মেহেদী হাসান চৌধুরীকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল রোববার তাদেরকে নিয়োগ দেয়া হয়। আইন মন্ত্রণালয়ের সলিসিটর রুনা নাহিদ আক্তার সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
প্রেসিডেন্টের আদেশক্রমে সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নিয়োগ কার্যকর থাকবে। গত ১১ অক্টোবর দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদ থেকে অ্যাডভোকেট মো.মুরাদ রেজা ও মো. মোমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেন। এরপর ওই বছরের ১৮ অক্টোবর তাদের পদত্যাগপত্র গৃহিত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন