শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ওয়াহিদা বেগমকে বদলি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ হিসেবে দায়িত্ব পালন করে আসা অতিরিক্ত সচিব ওয়াহিদা বেগমকে কৃষি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ হিসেবে দায়িত্ব পালন করে আসা অতিরিক্ত সচিব ওয়াহিদা বেগমকে কৃষি মন্ত্রণালয়ে বদলী করা হলো। এদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মোহাম্মদ সানোয়ার হোসেনকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের একান্ত সচিব হিসেবে দিয়োগ দিয়েছে। এছাড়া তিন সহকারি কমিশনারকে বদলী করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন