শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

জঙ্গি নির্মূল সম্পন্ন হওয়া পর্যন্ত তুর্কি বাহিনী সিরিয়ায় থাকবে

প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম


প্রথম প্রত্যাঘাত : কুর্দি যোদ্ধাদের হামলায় তুর্কি সেনা নিহত

আমাদের নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : প্রধানমন্ত্রী ইলদিরিম

ইনকিলাব ডেস্ক : তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, সিরিয়া-তুরস্ক সীমান্ত থেকে ইসলামিক স্টেট (আইএস) এবং অন্যান্য জঙ্গিগোষ্ঠীকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত তুর্কি বাহিনী সিরীয় ভূখ-ে অবস্থান করবে। কুর্দি বিদ্রোহীদের ট্রাকবোমা হামলায় ১১ জন পুলিশ নিহত হওয়ার পর এ কথা বলেন তিনি। ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ইলদিরিম বলেন, প্রথম থেকেই আমরা তুরস্কের আঞ্চলিক অখ-তা রক্ষা করে চলেছি। আমরা সিরিয়ার আঞ্চলিক অখ-তাও রক্ষা করছি। ওইসব সন্ত্রাসী সংগঠন এসব দেশের অংশগুলো নিয়ে একটি রাষ্ট্র গঠন করতে চায়। তারা কখনোই সফল হবে না। তিনি বলেন, আমাদের নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত এবং আমাদের সীমান্ত নিরাপদ না হওয়া পর্যন্ত সিরিয়ায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইএস এবং অন্যান্য সন্ত্রাসী উপদল হটিয়ে না দেয়া পর্যন্ত আমরা অভিযান চালিয়ে যাবো। সিরিয়ায় তুর্কি বাহিনীর প্রথম বড় ধরনের অনুপ্রবেশের দুই দিন পর সিরিয়া এবং ইরাকের সীমান্তবর্তী তুরস্কের একটি প্রদেশে পুলিশের সদর দপ্তরে ওই ট্রাকবোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। উল্লেখ্য, ইলদিরিম এসব কথা বলার পরপরই তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে বিদ্রোহী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) পুলিশ সদর দপ্তরে হামলার দায় স্বীকার করেছে। বিশ্লেষকরা বলছেন, তুর্কি সীমান্ত এলাকা থেকে আইএস জঙ্গিদের হটানো সিরিয়ায় তুর্কি অভিযানের মূল উদ্দেশ্য হলেও আইএস জঙ্গিদের ছেড়ে যাওয়া এলাকাগুলো যেন কুর্দি বেসামরিক বাহিনীগুলোর নিয়ন্ত্রণে চলে না যায়, তা নিশ্চিত করাও সিরিয়ায় তুরস্কের অনুপ্রবেশের অন্যতম উদ্দেশ্য। এদিকে, তুরস্কের ইউফ্রেটিস শিল্ড অভিযানের নিন্দা জানিয়ে একে নিজেদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে বর্ণনা করেছে সিরিয়া। সিরিয়ায় কুর্দিদের ২৩ দলীয় একটি জোটও তুর্কি অনুপ্রবেশের নিন্দা জানিয়েছে। এক যৌথ বিবৃতিতে তারা সিরিয়া থেকে তুর্কি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার দাবি করেছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে তুরস্ক সিরিয়া ভূখ- দখল করে নেয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে। প্রসঙ্গত, গত বুধবার তুরস্কের বিশেষ বাহিনী, তাদের ট্যাংক ও বিমান তুর্কি সমর্থিত সিরীয় বিদ্রোহীদের সহায়তা দিতে সিরিয়ার জারাবলুসে অনুপ্রবেশ করে। অধিকাংশ তুর্কি এবং আরবদের সমন্বয়ে গঠিত ওই বিদ্রোহী গ্রুপটি তুর্কি বাহিনীর প্রবেশের পরপরই আইএস জঙ্গিদের হটিয়ে তুর্কি সীমান্তে সিরীয় শহর জারাবলুস দখল করে নেয়।
অপর এক খবরে বলা হয়, সিরিয়ায় কুর্দিদের ওপর হামলার চার দিনের মাথায় প্রথমবারের মতো বাধা পেল তুরস্ক। কুর্দি যোদ্ধাদের হামলায় এক তুর্কি সেনা নিহত হয়েছেন। গত শনিবার সীমান্তবর্তী জারাব্লুস এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গত সপ্তাহে তুরস্কের একটি শহরে দাঙ্গা পুলিশের সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এ ঘটনায় কেউ দায় স্বীকার না করলেও তুর্কি সরকার এর জন্য নিষিদ্ধঘোষিত কুর্দিদের সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করেছে। এর পরই গত বুধবার সিরিয়ার সীমান্তবর্তী এলাকাগুলোতে আইএস ও পিকেকের বিরুদ্ধে সামরিক অভিযানে নামে তুর্কি সেনাবাহিনী। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত শনিবার তুরস্ক সীমান্তবর্তী আরনাহ গ্রামে বিমান হামলা চালিয়েছে। এই গ্রামটি সম্প্রতি যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ার বিদ্রোহীদের জোট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) দখল করেছে। আর এসডিএফের সঙ্গে কুর্দিদের সংগঠন ওয়াইপিজের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এদিকে তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনদালু জানিয়েছে, জারাব্লুসে রকেট হামলায় এক তুর্কি সেনা নিহত হয়েছেন। সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, কুর্দি ওয়াইপিজের দখলকৃত এলাকা থেকে এ রকেট হামলা চালানো হয়েছিল। বিবিসি, রয়টার্স, আল-আরাবিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
সোহেল ২৯ আগস্ট, ২০১৬, ১১:৫০ এএম says : 0
সবাই মিলে এই যুদ্ধ বন্ধের চেষ্টা করুন।
Total Reply(0)
জেসমিন ২৯ আগস্ট, ২০১৬, ১:১৩ পিএম says : 5
পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস না হওয়া পর্যন্ত এরা শান্ত হবে না।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন