শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

রামপাল প্রকল্প নিয়ে শেখ হাসিনার বক্তব্য প্রধানমন্ত্রীসুলভ নয়-পীরসাহেব চরমোনাই

প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

প্রকল্প সরিয়ে অন্যত্র করতে সমস্যা কোথায়
স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, দেশের টাকা দিয়ে হলেও রামপালেই বিদ্যুৎ প্রকল্প হবে; প্রধানমন্ত্রীর এ বক্তব্য রাষ্ট্র ও সরকারের জন্য কল্যাণকর নয়। এ রকম বক্তব্য সরকারপ্রধান দিতে পারেন না।
পীর সাহেব চরমোনাই বলেন, সর্বনাশা প্রকল্প থেকে দেশ বাঁচাতে এবং নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে রামপালের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। ঐক্যবদ্ধ প্রতিরোধ হলে কোনো চক্রান্তই সফল হবে না। তিনি বলেন, দেশের জনগণের মতামতকে উপেক্ষা করে রামপালে বিদ্যুৎ প্রকল্প করা রাষ্ট্রবিরোধী কাজ। রামপালে বিদ্যুৎ প্রকল্প সরিয়ে নিতে হবে। তিনি বলেন, ভারতের এনটিপিসি কোম্পানি এই প্রকল্প ভারতের বিভিন্ন জায়গায় করতে চেয়েছে, কিন্তু প্রত্যেক জায়গায় তারা বাধা পেয়েছে। আদালত কর্তৃক নিষেধাজ্ঞা হয়েছে। ভারতের জনগণ নিজেদের কথা চিন্তা করে প্রতিরোধ করেছে। মানুষের ভোটে সেদেশের সরকার নির্বাচিত হয়েছে বলে জনগণের প্রতি সম্মান দেখিয়ে সেই কাজ বন্ধ করে দিয়েছে। আর সেই প্রকল্প মমতার চাপে বাস্তবায়ন করা হচ্ছে বাংলাদেশে। এর ফলে সুন্দরবন ধ্বংসসহ সব জেলা ক্ষতিগ্রস্ত হবে। রামপালে বিদ্যুৎ প্রকল্প না করে অন্যত্র করলে সরকারের অসুবিধা কোথায়? বাংলাদেশে তো অনেক জায়গা আছে, সেখানে বিদ্যুৎকেন্দ্র হতে পারে। আমরা বিদ্যুৎ প্রকল্পের বিরোধী নই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন