শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

মাইলস্টোন কলেজ শিক্ষার্থী মল্লিকা চৌধুরীর সাফল্যগাঁথা

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

ঢাকা শিক্ষাবোর্ডের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত রাজধানীর উত্তরা মডেল টাউনে অবস্থিত মাইলস্টোন কলেজ। পরিকল্পিত একাডেমিক শিক্ষার মাধ্যমে দেশসেরা ফলাফল অর্জনের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও সাফল্যের স্বাক্ষর রাখছে সেরাদের মতোই। ফলশ্রুতিতে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা ভবিষ্যত শিক্ষা ও বৈশ্বয়িক প্রতিযোগিতায় নিজেদের যোগ্যতর হিসেবে তুলে ধরতে পারছে স্বমহিমায়। মল্লিকা চৌধুরী তাদেরই একজন যারা শ্রেণি শ্রেণি শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও মাইলস্টোন কলেজের হয়ে সাফল্যের বার্তাবহন করছে। মহামারির কারণে সারাবিশ্বের ন্যায় বাংলাদেশের স্কুল কলেজগুলো যখন দীর্ঘ ছুটির কবলে তখনও বিভিন্ন ভার্চুয়াল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মল্লিকা চৌধুরীর সাফল্যের ভান্ডারে জমা হয়েছে কমপক্ষে আটটি পুরস্কার। তথ্যমতে, ২০২০ সালের ২১ অক্টোবর থেকে ২০২১ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ আটটি প্রতিযোগিতায় নজরুল সংগীত, আধুনিক সংগীত, ইসলামী সংগীত এবং নৃত্য পরিবেশনের মাধ্যমে সে এসব পুরস্কার অর্জন করে। যার মধ্যে ভারত বাংলাদেশ সাংস্কৃতিক সম্প্রদায় আয়োজিত ইন্দো-বাংলা সাংস্কৃতিক উৎসবের মতো গুরুত্বপূর্ণ আয়োজনও রয়েছে যাতে মল্লিকা চৌধুরী নজরুল সংগীত গেয়ে অধিকার করে প্রথম স্থান। মল্লিকা চৌধুরী ২০২১ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় মাইলস্টোন কলেজ থেকে বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যমের একজন নিয়মিত শিক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবে। -প্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
Ariful Islam ২৯ জানুয়ারি, ২০২১, ১১:০০ এএম says : 0
সুন্দর
Total Reply(0)
Ariful Islam ২৯ জানুয়ারি, ২০২১, ১১:০১ এএম says : 0
nice
Total Reply(0)
Anjan ২৯ জানুয়ারি, ২০২১, ১১:১৮ এএম says : 0
Aj kisu pari na bole
Total Reply(0)
Istiaque Ahmed ৩ মার্চ, ২০২১, ১১:২৭ এএম says : 0
বাহ!এ তো দারুন সুখবর
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন