শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ইফা মাদরাসার শিক্ষকরা ১৩ মাস যাবত বেতন পাচ্ছে না

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা শিক্ষক সমিতির

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২১, ৭:৪১ পিএম

প্রাণঘাতী করোনা মহামারিতে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের অধীনে সারাদেশের ১ হাজার ১০টি দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার শিক্ষক শিক্ষিকারা বিগত ১৩ মাস যাবত বেতন ভাতা পাচ্ছে না। এসব শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে অনাহার অর্ধাহারে দিন কাটাচ্ছেন। আগামী মাহে রমজানের আগেই দারুল আরকাম মাদরাসার এসব দুর্দশাগ্রস্ত শিক্ষকদের নতুন প্রকল্প অনুমোদন এবং বেতন-ভাতা চালুর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেছেন দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মুফতি জয়নুল আবেদীন।

আজ শুক্রবার সমিতির সভাপতি ইনকিলাবকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিপ্রায়ে ২০১৮ সালে দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার কার্যক্রম চালু করা হয়েছে। এসব মাদরাসার কার্যক্রম চালু করা না হলে সারাদেশে দু’লক্ষাধিক ছাত্র ছাত্রীরা দ্বীনি শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে। তিনি উল্লেখিত মাদরাসার শিক্ষকদের বকেয়া বেতন গত বছরের দু’টি ঈদের বোনাস পরিশোধের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেন।

তিনি বলেন, দারুল আরকাম মাদরাসার ২ হাজার ২০ জন শিক্ষক-শিক্ষিকা কর্মহীন হয়ে অনাহার অনিদ্রায় চরম হতাশায় ভুগছেন। ইসলামিক ফাউন্ডেশনের দারুল আরকাম মাদরাসার প্রকল্প অনুমোদন না হওয়ায় ইফা থেকে নতুন বছরের বই-পুস্তক পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণের উদ্যোগ নেয়া সম্ভব হয়নি। ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প থেকে দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসাকে বাদ দেয়ায় শিক্ষকদের বেতন ভাতা ও মাদরাসার শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

ইফা বোর্ড অব গভর্নরস এর সাবেক গভর্নর আলহাজ মিছবাহুর রহমান চৌধুরী অবিলম্বে দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা প্রকল্প অনুমোদনের জোর দাবি জানিয়ে বলেন, ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। ইসলামের খেদমতে বঙ্গবন্ধুর অবদান প্রসার এবং সারাদেশে কোমলমতি শিশুদেও ইসলামী নৈতিক ও কোরআনী শিক্ষা দানের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালে দারুল আরকাম মাদরাসা প্রতিষ্ঠা করেন। গত ২ জুন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প থেকে দারুল আরকাম মাদরাসাকে বাদ দেয়ায় শিক্ষাক শিক্ষিকারা চরম হতাশায় ভুগছেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ ঘোষণা দিয়েছিলেন নতুন ধর্ম প্রতিমন্ত্রী দায়িত্ব নেয়ার পর রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে দারুল আরকাম মাদরাসা চালুর বিষয়টি সুরাহা করা হবে।

মুফতি জয়নুল আবেদীন বলেন, করোনা মহামারিতে দারুল আরকাম মাদরাসার এসব অসহায় শিক্ষকরা কারো কাছে হাত পাততেও পারছেন না। ধার দেনা করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রি কিনতে হিমশিম খাচ্ছে ইফার শিক্ষকরা। অনাহারি সন্তান ও বৃদ্ধ মা বাবার আহার যোগাতে হিমসিম খাচ্ছেন মাদরাসার শিক্ষকরা । গত ৬ জুলাই এসব শিক্ষকদের বেতন ভাতার দাবিতে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে লিখিত আবেদন পেশ করা হয়েছিল। তিনি বলেন, দারুল আরকাম মাদরাসার নতুন প্রকল্প অনুমোদনের লক্ষ্যে আমরা ধর্ম প্রতিমন্ত্রীসহ একাধিক মন্ত্রী ও সংসদ সদস্যের সমর্থন পেয়েছি। এদিকে, দারুল আরকার মাদরাসার গুটি কয়েক অতিলোভী শিক্ষক নিয়ম নীতি তোয়াক্কা না করে শিক্ষক কল্যাণ সমিতিকে পাশ কাটিয়ে ইফার কার্যালয়ের সামনে দুই এক দিনের মধ্যে কর্মসূচি দেয়ার অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (9)
mfizmd0@gmail.com ২৯ জানুয়ারি, ২০২১, ৮:২৭ পিএম says : 0
দ্রুত বেতনের ব‍্যবস্থা করা হোক।
Total Reply(0)
mfizmd0@gmail.com ২৯ জানুয়ারি, ২০২১, ৮:২৭ পিএম says : 0
দ্রুত বেতনের ব‍্যবস্থা করা হোক।
Total Reply(0)
মোঃ শাহিনুল ইসলাম ২৯ জানুয়ারি, ২০২১, ১১:২১ পিএম says : 0
দীর্ঘ ১৩ মাস করোনা কালীন অবস্থায় বেতন বিহীন পরিবার পরিজন নিয়ে কঠিন অবস্থায় আছি, তাই দ্রুত প্রকল্প পাশ করে শিক্ষকদের কষ্ট দুর করেন।
Total Reply(0)
মোঃ শাহিনুল ইসলাম ২৯ জানুয়ারি, ২০২১, ১১:২১ পিএম says : 0
দীর্ঘ ১৩ মাস করোনা কালীন অবস্থায় বেতন বিহীন পরিবার পরিজন নিয়ে কঠিন অবস্থায় আছি, তাই দ্রুত প্রকল্প পাশ করে শিক্ষকদের কষ্ট দুর করেন।
Total Reply(0)
এইচ,এম,হোসাইন আহমদ ৩০ জানুয়ারি, ২০২১, ৯:০৩ এএম says : 0
মাননীয় প্রধানমন্ত্রী আপনি ১১ লাখ রোহিঙ্গাদের দায়িত্ব নিতে পারলেন,কিন্তু আপনার নিজে দেশের মাত্র ২০২০ জন আলিম সু-নাগরিকদের দায়িত্ব আপনি কেনইবা নিচ্ছেন না? জাতি জানতে চায়!!!
Total Reply(0)
Romzan Ali ৩০ জানুয়ারি, ২০২১, ৯:৩৯ এএম says : 0
রোহিঙ্গাদের চেয়েও বেশি অসহায় অবস্থায় আছে দারুল আরকাম মাদ্রাসার শিক্ষকেরা।এটা বাংলাদেশ সরকারের জন্য লজ্জাজনক।
Total Reply(0)
নাজির মন্ডল ৩০ জানুয়ারি, ২০২১, ৩:৪৭ পিএম says : 0
জননেএী শেখ হাসিনার কানে যখন গেছে,,তখন তিনি দেবেই ইনশাআল্লাহ
Total Reply(0)
নাজির মন্ডল ৩০ জানুয়ারি, ২০২১, ৩:৪৭ পিএম says : 0
জননেএী শেখ হাসিনার কানে যখন গেছে,,তখন তিনি দেবেই ইনশাআল্লাহ
Total Reply(0)
Saifur Rahman salik ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ১১:০৬ পিএম says : 0
মাননীয় প্রধানমন্ত্রী,আমাদের কান্নার শব্দ কি আপনার নিকট পৌঁছায়নি! আজও পর্যন্ত আমাদের চোঁখের জল ঝরছে! রাষ্ট্রের কত টাকা কত ভাবে ব্যয় হচ্ছে, আমাদের জন্য সমান্য টাকা খরচ করলে কারোর কোনো ক্ষতি হবে না নিশ্চয়?
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন