বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডেন্স অনুযায়ী বাংলাদেশে করোনাভাইরাস ফেইজ আউট পর্যায়ে চলে এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, এখন ৩ শতাংশ সংক্রমণের হার আমাদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডেন্সে বলে ৩ শতাংশের নিচে যখন আসতে থাকে তখন করনো আস্তে আস্তে দেশ থেকে ফেজ আউট হয়ে যায়। কাজেই সেই পর্যায়ে চলে আসছি।
আজ সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের একাদশ অধিবেশনে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে আনিত বিলের ওপর আনিত সংশোধনী প্রস্তাবে সংসদ সদস্যদের বক্তব্যের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জানান, দেশে ৮ হাজার লোক মারা গেছে, সবার জন্য দুঃখ প্রকাশ করি আমরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন