শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

১৫ আগস্টের বিশ্বাসঘাতকদের ক্ষমা নেই-ওবায়দুল কাদের

প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৫ আগস্টের বিশ্বাসঘাতকদের কারও ক্ষমা নেই। ১৫ আগস্টের ভীরু-কাপুরুষেরদেরও ইতিহাস ক্ষমা করবে না। যারা দায়িত্বে থেকেও সেদিন বঙ্গবন্ধুর জীবন রক্ষা করতে পারেননি, বিশ্বাসঘাতক হয়েছেন, অথবা কাপুুরুষতার পরিচয় দিয়েছেন। ইতিহাসের আদালতে কারও ক্ষমা নেই। গতকাল সন্ধ্যায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিচারপতি এ এফ এম মেসবাহউদ্দীন। নবাব সিরাজউদ্দৌলার হত্যাকা-ে জড়িতদের
অস্বাভাবিক মৃত্যু হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর হত্যাকা-ে যারা জড়িত, তাদের কারও স্বাভাবিক মৃত্যু হয়নি। যারা বেঁচে আছে, তাদের জীবন কারও স্বাভাবিক নেই। বিশ্বাসঘাতকদের ক্ষমা নেই।
বঙ্গবন্ধু হত্যাকা-ে জড়িতদের বিচারের প্রসঙ্গে তিনি বলেন, আমি বিশ্বাস করি, প্রচলিত আদালতে বিচার হয়েছে। ইতিহাসের আদালতে বাকিদের বিচার হবে। সেই বিচার শুরু হয়ে গেছে। টুঙ্গিপাড়াকে নিষিদ্ধ করা হয়েছিল, এখন তা বাঙালির তীর্থস্থান। ৩২ নম্বরকে নিষিদ্ধ করা হয়েছিল, সেটি আজ আমাদের রাজনীতির স্মারকচিহ্ন। যতদিন বাঙালি থাকবে, বাংলাদেশ থাকবে; ততদিন বঙ্গবন্ধু প্রাসঙ্গিক। মন্ত্রী বলেন, দায়িত্বশীল পদে যারা আছেন, কা-জ্ঞানহীন বক্তব্য থেকে বিরত থাকার জন্য আমি তাদের অনুরোধ করবো। তাতে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন