বিরোধী দলের আন্দোলনকে স্তব্ধ করতে এবং বিরোধী নেতা-কর্মীসহ সাধারণ নাগরিকের মনে ভীতি সঞ্চার করতেই ফ্যাসিবাদী কায়দায় ধারাবাহিকভাবে মিথ্যা ও বানোয়াট মামলায় জড়িয়ে গ্রেফতার অভিযান অব্যাহত রাখা হয়েছে বলে অভিযোগ করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। দলটির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় বুধবার (০৩ ফেব্রুয়ারি) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানে এক বিবৃতিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল এবং সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার একথা বলেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সারাদেশের মানুষ এখন আওয়ামী সরকারের ভয়াবহ দুঃশাসনে জর্জরিত। বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতনের মাত্রা দিন দিন প্রকট আকার ধারণ করছে। আইনের শাসন না থাকায় ঘরে-বাইরে কারো জীবনের নিরাপত্তা নেই। বর্তমানে কোন অপরাধের সঙ্গে জড়িত না হয়েও অপরাধী হওয়া নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তারা বলেন, দেশে আইনের শাসন ও স্বাধীন বিচার ব্যবস্থা না থাকার ফলে মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। তবে বর্তমান গণবিরোধী সরকারের স্মরণ করা উচিত যে, অতীতে যেমন কোন স্বৈরশাসক বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতন করে দমাতে সক্ষম হয়নি, বর্তমান শাসকগোষ্ঠীও গণতন্ত্রকামীদের নিরস্ত করতে পারবে না। সালাহ উদ্দিন আহমেদের জামিন নামঞ্জুর করে কারান্তরীণের ঘটনা বর্তমান সরকারের ধারাবাহিক অপকর্মেরই অংশ। দক্ষিণ বিএনপির পক্ষ থেকে অবিলম্বে সালাহউদ্দিন আহমেদের মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন