চলতি বছরের মার্চের মধ্যে দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ৪ হাজার ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বসানো হবে। জুনের মধ্যে বসবে ১০ হাজার মেশিন। গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে ইএফডিএমএস এর প্রথম লটারি ড্র অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (নীরিক্ষা ও গোয়েন্দা) জাকিয়া সুলতানা বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত এক হাজার ৪৭১টি ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি ও এসডিসি মেশিন বসানো হয়েছে। অনুষ্ঠানে জানানো হয়, ইএফডি উদ্বোধনের পর প্রথম পর্যায়ে ১১৭টি, দ্বিতীয় পর্যায় ১০৬১টি, তৃতীয় পর্যায়ে ২৯৩টিসহ এক হাজার ৪৭১টি ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি ও এসডিসি মেশিন বসানো হয়েছে। তবে আগামী জুনের মধ্যে ১০ হাজার ইএফডি ও এসডিসি মেশিন স্থাপন করা হবে।
ইএফডি হলো আধুনিক হিসাবযন্ত্র। এটি ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রারের (ইসিআর) উন্নত সংস্করণ। এনবিআর বলছে, এ যন্ত্র বসানো হলে প্রতিষ্ঠানের প্রকৃত লেনদেন বা বিক্রির তথ্য জানতে পারবে এনবিআর। এর মধ্যে কত অংশ ভ্যাট তা জানা যাবে। ফলে কর ফাঁকি বন্ধ হবে এবং আদায় বাড়বে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন