স্টাফ রিপোর্টার, বগুড়া থেকে : বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় বগুড়ায় আবুল বাশার ওরফে বিপ্লব রশিদ নামে এক শিক্ষকের যাবজ্জীবন এবং অপহরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৪ বছর কারাদ- প্রদান করা হয়েছে। এছাড়া দুইটি ধারার একটিতে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদ- এবং অপর ধারায় ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদ-াদেশ দেয়া হয়। বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো: আব্দুল মান্নান মঙ্গলবার জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
জানা গেছে, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া আল এবরাতুল কোরানিয়া হাফেজিয়া মহিলা মাদ্রাসার এক কিশোরী শিক্ষার্থীকে ২০০৭ সালের ১৫ অক্টোবর সকালে একই মাদ্রাসার শিক্ষক আবুল বাশার মোটরসাইকেলে বাড়িতে রেখে আসার নাম করে অপহরণ করে নওগাঁর একটি আবাসিক হোটেলে নিয়ে যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন