বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

তুর্কি সিরিজে প্রভাবিত হয়ে মার্কিন নারীর ইসলাম গ্রহণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

তুরস্কের টিভি সিরিজ দ্বারা প্রভাবিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ৬০ বছর বয়সী এক মার্কিন নারী। যুক্তরাষ্ট্রের উইসকনসিনের বাসিন্দা এই নারী নিজের নতুন নাম রেখেছেন খাদিজা। শনিবার বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়, জনপ্রিয় টিভি সিরিজ পুনরুত্থান : আরতুগ্রুল দেখে সেটির দ্বারা প্রভাবিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ওই নারী। নেটফ্লিক্স ব্রাউজ করার সময় তুর্কি টিভি সিরিজটির সন্ধান পান তিনি। এরপর সেটি দেখে ইসলাম ধর্ম সম্বন্ধে জানার আগ্রহ হয় এবং এই ধর্মে দীক্ষিত হয়ে যান। ৬০ বছর বয়সী এই নওমুসলিম বলেন, আমি সিরিজটি সম্পর্কে বিস্তারিত খতিয়ে দেখলাম। এরপরই তা দেখা শুরু করি। কয়েক পর্ব দেখার পরই ইসলামের প্রতি সত্যই আগ্রহ জন্মে। সিরিজটি সম্পর্কে তিনি বলেন, এটি এমন একটি ইতিহাস, যা সম্পর্কে আমি কিছুই জানতাম না। এখন অবধি সিরিজটির সবগুলো পর্ব চারবার দেখেছেন এবং পঞ্চমবারের মতো দেখা শুরু করেছেন। এটি ইসলামের প্রতি তার দৃষ্টিভঙ্গির ওপর দুর্দান্ত প্রভাব ফেলেছে। আনাদোলু এজেন্সি বলছে, একজন ক্যাথলিক হলেও ইসলাম নিয়ে তার সকল প্রশ্ন এখন পরিষ্কার হয়ে গেছে। শেষ পর্যন্ত তিনি ইসলামের প্রতি আরো আগ্রহী হয়ে উঠলেন। পবিত্র কোরআনের ইংরেজি অনুবাদও ইতোমধ্যে তিনি পড়ে শেষ করেছেন। এরপর একদিন পাশের একটি মসজিদে যান এবং সেখানেই ইসলাম ধর্মে দীক্ষিত হন। আনাদোলু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
Md Shihabul Fariyad ৮ ফেব্রুয়ারি, ২০২১, ৮:০০ পিএম says : 0
মাশাআল্লাহ। মহান আল্লাহ আপনাকে সত্যর পথে থাকার তৌফিক দিন,আমিন।
Total Reply(0)
জোহেব শাহরিয়ার ৮ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৮ পিএম says : 0
অথচ সৌদি শাসকদের .....রা নানাভাবে মুসলিম যুবকদের তুর্কি সিরিজগুলো দেখতে নিষেধ করে যাচ্ছে। কারণ তারা জানে যে বর্তমানে মুসলিম তরুণ প্রজন্মের একটি বৃহৎ অংশ নিজেদের ইতিহাস সম্পর্কে কোন জ্ঞানই রাখে না। এসব সিরিজ তাদেরকে তাদের সেই সোনালী গৌরবময় অতীতে নিয়ে যাবে। যার ফলে এসব তরুণরা তাদের পূর্বপুরুষদের দ্বারা উজ্জীবিত হয়ে গেলে ........দের সিংহাসন ছাড়তে হবে। তাই তারা মুসলিম তরুণদের দিরিলিস দেখতে অনুৎসাহিত করে।
Total Reply(0)
মোহাম্মদ ফয়সাল ১১ ফেব্রুয়ারি, ২০২১, ৭:২১ এএম says : 0
আলহামদুলিল্লাহ ইসলামে আপনাকে স্বাগতম।
Total Reply(0)
মোঃ আনোর আলী ১১ ফেব্রুয়ারি, ২০২১, ৭:৪৯ এএম says : 0
আলহামদুলিল্লাহ
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন