ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগানের গেট থেকে একটি নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে নবজাতক মাথা ও দুই হাত ছিল না বলে জানায় পুলিশ। গতকাল শাহবাগ থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
শাহবাগ থানার এসআই মো. খাইরুল ইসলাম জানান, খবর পেয়ে গতকাল দুপুরে ঢামেক হাসপাতালের বাগান গেটের ভেতর থেকে ছেলে একটি নবজাতকের লাশ উদ্ধার করা হয়। নবজাতক মাথা ও দুই হাত ছিল না। এসআই ধারণা করছেন, কেউ নবজাতকটি মৃত অবস্থায় ফেলে দেয়ার পর কুকুর মাথা এবং হাত খেয়ে ফেলেছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণে যাবে। বিস্তারিত জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন