শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতির বিরুদ্ধে চার্জশিট

অবৈধ সম্পদ অর্জন মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

অবৈধ সম্পদ অর্জন মামলায় কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুর্নীতি দমনকমিশন (দুদক)।

শিঘ্রই এটি চার্জশিট আকারে আদালতে দাখিল করা হবে বলে জানা গেছে। গতকাল রোববার কমিশন চার্জশিট অনুমোদন দেয়। চার্জশিটে শফিকুল আলম ফিরোজের বিরুদ্ধে ১ কোটি ৪০ লাখ ৪৩ হাজার ৪৭০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন-মর্মে অভিযোগ আনা হচ্ছে।
এজাহারে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে বলা হয়, শফিকুল আলম ফিরোজ একসময় ধানমন্ডি ক্লাবের সভাপতি ছিলেন। ওই ক্লাবের সদস্য হওয়ার জন্য তিনি ৬০ লাখ টাকা খরচ করেছেন। তার স্ত্রীর নামে ধানমন্ডিতে দুটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে।
উল্লেখ্য, ক্যাসিনোবিরোধী অভিযানে ২০১৯ সালে শফিকুল আলমকে গ্রেফতার করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন