নাইকো দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ শুনানির পরবর্তী তারিখ ১৬ ফেব্রুয়ারি। গতকাল সোমবার শুনানির তারিখ থাকলেও খালেদা জিয়া অসুস্থ বলে জানান তার কৌঁসুলি মাসুদ আহম্মেদ তালুকদার। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমান পরবর্তী তারিখ ধার্য করেন। কেরানীগঞ্জের কারা ভবনে নির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতে মামলাটি বিচারের জন্য রয়েছে।
প্রসঙ্গত : ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলা করে দুদক। মামলা তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন