মানব ও অর্থপাচারের দায়ে কুয়েতে দন্ডপ্রাপ্ত লক্ষীপুর-২ আসনের এমপি মো. শহিদ ইসলাম পাপুলের সংসদীয় পদ বাতিলের বিষয়ে জারি করা রুলের শুনানি ২২ ফেব্রুয়ারি। গতকাল সোমবার বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহর ডিভিশন বেঞ্চ এ তারিখ নির্ধারণ করেন। এ তথ্য জানিয়েছেন রিটকারী অ্যাডভোকেট শেখ আওসাফুর রহমান বুলু। তিনি বলেন, আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পাপুলের এমপি পদ বাতিলের বিষয়ে রুল শুনানির জন্য আগামী ২২ ফেব্রুয়ারি তারিখ ধার্য করেছেন। এর আগে গত বছরের ২০ আগস্ট লক্ষীপুর-২ আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুলকে সংসদ সদস্য পদ পথকে বহিষ্কার করে তার সংসদীয় আসন কেন শূন্য ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।
পাপুলের এমপি পদের বৈধতা চ্যালেঞ্জ করে ২০২০ সালের ১৬ আগস্ট হাইকোর্টে জনস্বার্থে রিটটি করেছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনে প্রতিদ্ব›দ্বীতাকারী স্বতন্ত্র প্রার্থী আবুল ফয়েজ ভূঁইয়া। ওই রিটে জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, সংসদ সচিবালয়ের সচিব, লক্ষীপুরের জেলা প্রশাসক ও এমপি কাজী শহীদ ইসলাম পাপুলকে বিবাদী করা হয়।
রিটে বলা হয়, পাপুল শিক্ষাগত যোগ্যতা নিয়ে নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন। তিনি হলফনামায় ‘স্নাতকোত্তর’ উল্লেখ করে জমা দিয়েছেন স্নাতক সনদ। এ মিথ্যা গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২ এর ১২(সি)-এর লঙ্ঘন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন