শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

কমলনগরে ৩ দিন ধরে মাদরাসা ছাত্র নিখোঁজ

কমলনগর (লক্ষীপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

লক্ষীপুরের কমলনগরে গত তিন দিন ধরে মোহাম্মদ আসিফ নামে এক কওমী মাদরাসা ছাত্র নিখোঁজ রয়েছে। গত সোমবার সকালে মাদরাসার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ রয়েছে। নিখোঁজ আসিফ লক্ষীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হাজি আব্দুল গণি মিয়ার বাড়ির আব্দুল হাদীর ছেলে।

সে পার্শ্ববর্তী নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজার সংলগ্ন কালিকাপুর এমদাদুল উলুম মাদরাসার কিতাব বিভাগের ছাত্র। এবিষয়ে গত ৯ ফেব্রুয়ারি কমলনগর থানায় সাধারণ ডায়েরি করেছেন আসিফের পিতা আব্দুল হাদী। জানা যায়, গত সোমবার সকাল ৮ টার দিকে মাদরাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় আসিফ। পরদিন মঙ্গলবার আসিফের পিতা আব্দুল হাদীকে জানানো হয় আসিফ মাদরাসায় পৌঁছায়নি। এমন খবরে ভেঙে পড়েন আসিফের পরিবার। দিনভর বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর না পেয়ে রাতে কমলনগর থানায় সাধারন ডায়রি করেন। কমলনগর থানার ওসি মোসলেহ উদ্দীন বলেন, নিখোঁজ মাদরাসাছাত্রের সন্ধানে কাজ করছে পুলিশ।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন