শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

প্রকৌশলী মো. শাহজাহানের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক অভিনেত্রী তারিন জাহান এর পিতা মো. শাহজাহান এর পিতা আজিমপুর কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বাদ জোহর ধানমন্ডি ৭নং বায়তুল আমান মসজিদে মরহুমের নামাজের জানাযা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।

পিডিপি’র অবসরপ্রাপ্ত প্রকৌশলী মো. শাহজাহান (৮০) গত মঙ্গলবার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৫ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। মৃত্যুর সংবাদ শুনে মরহুমের ধানমন্ডিস্থ ৪/এ বাসভবনে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, নাট্য ও চলচ্চিত্র অঙ্গণের বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত হন।

তার মৃত্যুতে ১৪ দলীয় জোটের মুখপাত্র ও সমন্বয়ক প্রবীণ জননেতা আমির হোসেন আমু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম, গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন