শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

রেডিও আম্বারের সঙ্গে যুক্ত হলেন বাংলা গানের তিন কিংবদন্তি

প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

দেশের প্রথম ক্লাসিফাইড এফএম স্টেশন রেডিও আম্বারের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলা গানের তিন কিংবদন্তি শিল্পী। এরা হলেন- সৈয়দ আবদুল হাদি, রফিকুল আলম ও আবিদা সুলতানা। প্রতিষ্ঠানটির উপদেষ্টা হিসেবে কাজ করবেন তারা। সম্প্রতি রেডিও আম্বারের অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ তিন সঙ্গীত ব্যক্তিত্বের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রেডিও আম্বারের সিইও আমিনুল হাকিম, পরিচালক (মার্কেটিং) মো. আক্তারুজ্জামান ও পরিচালক (অনুষ্ঠান) নওশীন নাহরিন মৌ। রেডিও আম্বার শুধুমাত্র বাংলা সংস্কৃতি, বাংলা চিরায়ত সঙ্গীত ও ধ্রুপদ বাংলা গানের সংমিশ্রণে অনুষ্ঠান সম্প্রচার করে যাচ্ছে। তারা জানায়, এটি হবে দেশের প্রথম বিশেষায়িত রেডিও। জানা যায়, ১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে রেডিও আম্বার। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। -বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন