উত্তর : অজুর পর অ্যালকোহোল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার না করা ভালো। আপনি নিশ্চিন্ত হয়ে অজুর সাথে নামাজ পড়লেন। আর ব্যবহার করলেও সমস্যা নেই। হ্যান্ড স্যানিটাইজার বা অন্যান্য পারফিউম, সেন্ট অথবা হোমিওপ্যাথিক ওষুধ ইত্যাদি যেগুলোতে স্পিরিট, অ্যালকোহোল থাকার পরেও ব্যবহার করা যায়। কারণ, এখানে অ্যালকোহোল বা স্পিরিট আর তার কার্যক্ষমতায় থাকে না, অস্তিত্ব হারিয়ে সেটা অন্য বস্তুতে রূপান্তরিত হয়। মাসআলা হলো, কোনো নাপাক বস্তু রূপান্তরিত হয়ে গিয়ে নাপাক বস্তু না হলে সেটা আর নাপাক থাকে না। অ্যালকোহল এখানে স্যানিটাইজার, সুগন্ধিতে রূপান্তরিত হয়ে যাওয়াতে তা আর নাপাক নয়। এর উৎস নাপাক থেকে হলেও এর ব্যবহার শরীয়ত জায়েজ রেখেছে।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন