টঙ্গীতে একটি ক্যামিকেল গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল বিকালে উত্তর আরিচপুর হাফিজ উদ্দিন বেপারী রোড এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় বাসা-বাড়ি থেকে লোকজন ছোটাছুটি করতে গিয়ে বেশ কয়েকজন আহত হন।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান, টঙ্গীর আরিচপুরে আবাসিক এলাকায় গড়ে ওঠা একটি ক্যামিকেলের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই ক্যামিকেল গোডাউনে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকান্ডে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তদন্ত ছাড়া বলা সম্ভব হচ্ছে না। এলাকাবাসীর অভিযোগ, আবাসিক এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়াই কেমিক্যাল পণ্য মজুত করে রাখা হয়েছিলো। সেখান থেকেই আগুনের সূত্রপাত।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন