মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত ৭

লেগুনাস্ট্যান্ডে আধিপত্য বিস্তার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪১ এএম

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের লেগুনা স্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৬ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত মঙ্গলবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল লিংরোড শান্তা টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সাইন, নাইমুল ইসলাম শুভ, সুমন, শাওন, নাজমুল, মমিন ও রাকিব। তাদের বয়স হবে আনুমানিক ১৯ থেকে ৩০ বছর। তাদের মধ্যে ছয় জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। শাওন বাইরে চিকিৎসা নিচ্ছেন বলে আহতরা জানিয়েছেন।

আহত নাইমুল ইসলাম শুভ বলেন, লেগুনা স্ট্যান্ডে তার ভাই সুমনকে মারধর করছিল। এরকম সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে লেগুনা স্ট্যান্ডের লোকজন আমাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে আমরা সাত জন আহত হয়েছি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, এ ঘটনায় ছয়জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। শাওন নামে আরেকজন বাইরে চিকিৎসা নিচ্ছেন বলে জেনেছি। আহতদের মধ্যে সবারই পেটে, কারও কারও বুকে ছুরিকাঘাত আছে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়ের বা কাউকে আটক করা হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন