শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ঘুষ কেলেঙ্কারি তদন্তে কেন্দ্রীয় ব্যাংকের উচ্চ পর্যায়ের কমিটি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪১ এএম

ঘুষ কেলেঙ্কারি তদন্তে পাঁচ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। সা¤প্রতিক সময়ে কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা নানা ঘুষ কেলেঙ্কারির বিষয়ে তদন্ত করবে এ কমিটি। কেন্দ্রীয় ব্যাংকের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, এই কমিটির প্রধান করা হয়েছে ডেপুটি গভর্নর-৩ একেএম সাজেদুর রহমান খানকে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, নানা অভিযোগ বিষয়ে অধিকতর তদন্তের জন্য একজন ডেপুটি গভর্নরের নেতৃত্বে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটি সার্বিক বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেবে। তদন্তে কোনো কর্মকর্তার বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার প্রমাণ মিললে স্টাফ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন