মশকমুক্ত পরিচ্ছন্ন নগরী গড়া এবং ভাঙ্গা রাস্তা মেরামতকে অগ্রাধিকার দিয়ে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনে গতকাল বুধবার চসিক কর্মকর্তাদের সাথে এক সভায় তিনি এ কর্মসূচি ঘোষণা দিয়ে তা বাস্তবায়নে সবার সহযোগিতা চান।
তিনি বলেন, এসব কর্মসূচি বাস্তবায়নে যারা আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করবেন তাদের সব ধরনের সহায়তা করার সর্বোচ্চ চেষ্টা করবো। আর যদি কেউ দায়িত্ব পালনে অবহেলা করেন তাহলে কোন ছাড় নেই। প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন