শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

আসছে ঈদ : নতুন টাকা পাবেন ব্যাংকের যেসব শাখায়

প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : আসছে ঈদ। এই ঈদকে আরো আনন্দময় করে তুলতে কেন্দ্রীয় ব্যাংক বাজারে ছেড়েছে নতুন টাকা। এবার ব্যাংকটি রাজধানীর ১৪টি ব্যাংকের ১৪টি নির্দিষ্ট শাখার মাধ্যমে এই টাকা বিনিময় করছে। কোরবানির ঈদ উপলক্ষে ২৩ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়া হচ্ছে। গতকাল থেকে এটি বিনিময় শুরু হয়। চলবে ৮ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা ব্যাংক লেনদেন চলাকালীন পর্যন্ত। কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিসের পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংকের রাজধানীর ১৪ শাখা থেকে নতুন নোট বদলে নেয়া যাচ্ছে। তবে সব ব্যাংক সব মূল্যমানের নোট ছাড়বে না। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, দুই ও পাঁচ টাকার নোটের মজুদ কম। এ কারণে বিশেষ কাউন্টার থেকে দুই ও পাঁচ টাকার নোট বদলে না দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া চাহিদা বিবেচনায় শাখার সংখ্যাও কমানো হয়েছে। জানা গেছে, রাজধানীর মতিঝিলের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে নতুন নোট বদলে নেয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক ব্যক্তি দুবার নতুন নোট বদলে নিতে পারছেন। হাতের ছাপ প্রযুক্তির মাধ্যমে এই নোট বিতরণ করা হচ্ছে। এ ছাড়া সারা দেশে বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস ও বিভাগীয় শহরের একটি বাণিজ্যিক ব্যাংকের শাখার মাধ্যমে নতুন নোট বিনিময় করা হচ্ছে। অন্যান্য সময় রাজধানীতে ২০ শাখায় বিশেষ কাউন্টার খোলা হলেও এবার খোলা হচ্ছে ১৪টিতে। রাজধানীতে যেসব ব্যাংকের শাখায় নতুন নোট পাওয়া যাবে তা হলোÑ জনতা ব্যাংকের আবদুল গণি রোড শাখা, ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ী, অগ্রণীর এলিফ্যান্ট রোড, এসআইবিএলের বসুন্ধরা সিটি (পান্থপথ), ব্যাংক এশিয়ার ধানমন্ডি, ঢাকা ব্যাংকের উত্তরা, সিটি ব্যাংকের মিরপুর ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মালিবাগ চৌধুরীপাড়া শাখা। এসব শাখার মাধ্যমে একটি করে ১০, ২০ ও ৫০ টাকার নতুন নোটের বান্ডেল বদলে নেয়া যাবে। মার্কেন্টাইলের বনানী, সোনালীর রমনা, ওয়ান ব্যাংকের বাসাবো, আইএফআইসির গুলশান, ফার্স্ট সিকিউরিটির মোহাম্মদপুর ও রূপালী ব্যাংকের মহাখালী শাখা। এসব শাখা থেকে নেয়া যাবে একটি করে ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের বান্ডিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন