রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

রাজধানীতে বস্ত্র খাতের প্রযুক্তি ও পণ্য প্রদর্শনী চলছে

প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : রাজধানীতে চলছে বস্ত্র খাতের প্রযুক্তি ও পণ্য প্রদর্শনী। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে চার দিনের এ প্রদর্শনীর আয়োজন করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান সেমস গ্লোবাল। বুধবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, ভারতের ডেপুটি হাইকমিশনার ড. আদর্শ সুয়েকা, এফবিসিসিআইর প্রথম সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান ও বিকেএমইএর প্রথম সহ-সভাপতি আসলাম সানি। সভাপতিত্ব করেন সেমস গ্লোবালের প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলাম। প্রদর্শনীতে অংশ নিয়েছে ২৩টি দেশের ১ হাজার ৫০টি প্রতিষ্ঠান। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য খোলা থাকবে। আগামী  ৩ সেপ্টেম্বও রোববার প্রদর্শনী শেষ হবে। বাংলাদেশে তৈরি পোশাক খাতের সর্ববৃহৎ আন্তর্জাতিক এই প্রদর্শনীতে থাকছে টেক্সটাইল ও গার্মেন্টশিল্পের আনুষঙ্গিক যন্ত্রপাতি, সুতা ও কাপড় উৎপাদক মেশিনারিজ, ডায়েস এবং বিশেষ রাসায়নিক দ্রব্যের বিশাল সমাহার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন