শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ঢাকায় আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা কাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে আগামীকাল বুধবার বিকেল তিন টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন অডিটরিয়ামে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা (ক্বিরাত) অনুষ্ঠিত হবে। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের প্রতিযোগিরাও ভার্চুয়াল কুরআন প্রতিযোগিতায় অংশ নিবেন।
ওআইসি ইউথ ক্যাপিটাল, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইসলামিক কো-অপারেশন ইউথ ফোরামের সহায়তায় এবং ধর্ম মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ঢাকা ওআইসি ইউথ ক্যাপিটাল ২০২০ বাংলাদেশ এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল , আইসিওয়াইএফ এর প্রেসিডেন্ট তাহা আয়হা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমান ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস এর অন্যতম সদস্য ড. মাওলানা কাফিল উদ্দিন সরকার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন