পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, বুক চিতিয়ে গুলি খাবার জন্য পুলিশকে অস্ত্র দেয়নি সরকার, প্রয়োজনেই অস্ত্র ব্যবহার করে পুলিশ।
আজ বুধবার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের জরুরি বিভাগের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। আইজিপি বলেন, অস্ত্রধারীরা যদি অস্ত্র ব্যবহার করে; আইন-শৃঙ্খলা বাহিনীও অস্ত্র ব্যবহার করবে।
এছাড়া পুলিশ হাসপাতালকে পূর্ণাঙ্গ রূপ দেয়ার কাজ চলছে বলে জানান তিনি। আগামী বছর থেকে ক্যান্সারের চিকিৎসা দেয়া হবে। বেনজীর আহমেদ আরও জানান, পুলিশ মেডিকেল সার্ভিস গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন