শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

চাঁদপুরে অগ্নিকান্ডে বসতঘর ছাই

স্টাফ রিপোটার, চাঁদপুর থেকে : | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০২ এএম

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের রামচন্দ্রপুরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে উপজেলা প্রশাসনের কমকতারা ঘটনাস্থল পরিশর্দন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অগ্নিকান্ডে তাদের সহোদর ভাইয়ের প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারের ত্রাণ মন্ত্রণালয় থেকে সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করা হবে।
সরজমিনে জানা যায়, ২৪ ফেব্রুয়ারি সকাল ৮টায় বৈদ্যুতিক শর্টসাকিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ সময় ঘরে থাকা সকল কিছু পুড়ে ছাই হয়ে যায়। এলাকার প্রায় দু’শতাধিক নারী-পুরুষ দীর্ঘ সময় চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ঘরের সকল কিছু পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হাফেজ মো. সাইফুল ইসলাম মিজি ও মো. আইনুদ্দীন মিজি জানান, সকাল ৮টার সময় হঠাৎ বিদ্যুৎ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। আমরা দুই ভাই একই সেমিপাকা বিল্ডিং এ মাঝে দিয়ে পাটিশন করে বসবাস করে আসছি। আমাদের বসতঘর নির্মাণ করার মতো জায়গা নেই। অগ্নিকান্ডে আমাদের ঘরের সকল কিছু পুড়ে ছাই হয়ে যায়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন