বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

লিবিয়া থেকে ৭ বাংলাদেশির লাশসহ ১৪৮ যুবক দেশে ফিরেছেন

ইউরোপে প্রবেশের সুযোগ মেলেনি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

লিবিয়া থেকে ৭ বাংলাদেশি কর্মীর লাশসহ ১৪৮ জন যুবক দেশে ফিরেছে। গতকাল বুধবার সকালে লিবিয়ার বেনিন বিমান বন্দর থেকে একটি বিশেষ ফ্লাইট যোগে এসব প্রবাসী কর্মীর লাশে দেশে পৌঁছেছে। একই ফ্লাইটে ১৪৮ জন বাংলাদেশি যুবক দেশে ফিরেছে। ফেরত আসা বাংলাদেশিদের বেশির ভাগই দালালদের খপ্পরে পড়ে ভিজিট ভিসায় দুবাই হয়ে ইউরোপের উদ্দেশে লিবিয়া গেছিলেন। ইউরোপে প্রবেশের সুযোগ না পেয়ে এসব যুবক প্রতারণার শিকার হয়ে দেশে ফিরতে বাধ্য হয়েছে। হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দর কল্যাণ ডেক্স এ বিষয়টি নিশ্চিত করেছে।

বিমান বন্দরে অপেক্ষমান স্বজনরা জানিয়েছেন, উন্নত জীবনের আশায় বিদেশ পাড়ি দিয়েও লিবিয়া থেকে লাশ হয়ে ফিরেছেন ৭ প্রবাসী বাংলাদেশি। স্বজনরা জানান, তারা বিভিন্ন সময় অসুস্থতায় আর দুর্ঘটনায় মারা গেছেন। মৃত্যুর আগে তারা লিবিয়ায় বিভিন্ন পেশায় কর্মরত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন