রাজধানীর ভিন্ন ভিন্ন এলাকায় সম্প্রতি পাঁচটি আউটলেট চালু করেছে রিটেইল সুইট চেইন শপ ‘মিঠাই’। ঐতিহ্যবাহী সকল মিষ্টির সমাহার নিয়ে এ আউটলেটগুলো সাজানো হয়েছে।
ঢাকার মিরপুর ১০, কাজিপাড়া, আশকোনা, রামপুরা ও নারিন্দায় এসব আউটলেটসমূহ উদ্বোধন করা হয়। মিঠাইয়ের জেনারেল ম্যানেজার অনিমেষ শাহা, অপারেশন ম্যানেজার আশরাফুল ইসলাম, ব্র্যান্ড ম্যানেজার মাহবুব হোসেন সজীব ও সেলস ম্যানেজার পলাশ সমাদ্দার এ সময় উপস্থিত ছিলেন।
অনিমেষ শাহা জানান, সুলভমূল্যে ক্রেতাদের কাছে স্বাস্থ্যসম্মত মিষ্টান্ন পৌঁছে দেয়ার লক্ষ্যে যাত্রা শুরু করে মিঠাই। অভিজ্ঞ কারিগর দিয়ে মিঠাই ব্র্যান্ডের মিষ্টান্ন তৈরি করা হয়। মোহাম্মদপুর ও মালিবাগ নিয়ে মিঠাই আউটলেটের সংখ্যা দাঁড়াল সাতে। উদ্বোধন উপলক্ষে মিঠাই রাজধানীর ২৫টি পয়েন্টে গম্ভিরা সংগীত পরিবেশনের ব্যবস্থা করে। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন