শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সুন্নিয়তের মজবুত ভিত্তি তৈরি করে গেছেন

সৈয়দ মইনুদ্দীন আহমদ আল-হাসানী

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২১, ১২:০১ এএম

মাইজভান্ডার দরবারের সাজ্জাদানশীন শাহসূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী বলেছেন, পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উদযাপনকে শক্ত ভিত্তিতে দাঁড় করিয়ে গেছেন শায়খুল ইসলাম আল্লামা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী মাইজভান্ডার। তিনি সুন্নীয়তের ভিত্তিকেও মজবুত করে গেছেন। তিনি গত শুক্রবার রাতে হাটহাজারীতে বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা জাফর আহমদ সিদ্দীকির স্মরণে এবং মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষ্যে আয়োজিত সুন্নী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন মাদাসার অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ ফরিদউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন আল্লামা খায়রুল বশর হাক্কানী, মুফতি মোহাম্মদ হারুনুর রশীদ। প্রধান ওয়ায়েজ ছিলেন মুফতি হাসান রেজা আল ক্বাদেরী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন