সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

মুক্তিযোদ্ধাদের মানববন্ধন কর্মসূচিতে ড. মোশাররফ

প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের সিদ্ধান্ত প্রতিহিংসার
স্টাফ রিপোর্টার : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মরণোত্তর স্বাধীনতা পদক প্রত্যাহারের সিদ্ধান্ত রাজনৈতিক প্রতিহিংসার বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে পালিত এই কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মরণোত্তর স্বাধীনতা পদক প্রত্যাহার করতে চাইছে সরকার। তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। সরাসরি যুদ্ধ করেছেন। তার খেতাব প্রত্যাহারের চিন্তা করা প্রতিহিংসা ও হীনমন্যতা ছাড়া আর কিছুই নয়। এই সিদ্ধান্ত থেকে সরে আসার জোর আহ্বান জানান সাবেক মন্ত্রী ড. মোশাররফ হোসেন।
আয়োজক সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজুল হকের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, মুক্তিযোদ্ধা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, সংগঠন নেতা আবুল হোসেন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন