শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনা নিয়ে ঘ্যানঘ্যানানি বন্ধ করতে বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২১, ৫:০২ পিএম

ব্রাজিলিয়ানদেরকে করোনাভাইরাস নিয়ে ‘ঘ্যানঘ্যানানি’ বন্ধ করতে বলেছেন দেশটির প্রেসিডেন্ট জইর বলসোনারো। সম্প্রতি ব্রাজিলে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেক বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুতে নতুন রেকর্ড হয়েছে। ভাইরাসের সংক্রমণ রোধে ব্রাজিলের বিভিন্ন শহর ও রাজ্যে যেসব পদক্ষেপ নেয়া হচ্ছে তারও সমালোচনা করেছেন বলসোনারো। -বিবিসি
মহামারির সবচেয়ে খারাপ সময় পার করছে দেশটি। এর ফলে সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা তীব্র সংকটের মুখে পড়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে কিছু শহর ও রাজ্য নিজ উদ্যোগে বিধিনিষেধ আরোপ করেছে। মহামারি পরিস্থিতির এই দুর্দশার মধ্যেই এমন মন্তব্য করলেন প্রেসিডেন্ট বলসোনারো। ভাইরাস সংক্রান্ত হুমকিকে বরাবরই খাটো করে দেখেছেন তিনি, সাম্প্রতিক মন্তব্যে সেই পুরনো দৃষ্টিভঙ্গিই আবার প্রকাশ করলেন। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বলসোনারো বলেন, ‘ঘ্যানঘ্যানানি বন্ধ করুন। এটা নিয়ে আর কতো কান্নাকাটি করবেন আপনারা? আর কতকাল আপনারা বাসায় থাকবেন এবং সবকিছু বন্ধ করে রাখবেন? এটা কেউ আর নিতে পারছে না। মৃত্যুর জন্য আমরা আবারও আফসোস করছি, কিন্তু আমাদের একটা সমাধান লাগবে।’
বলসোনারো যেভাবে মহামারি সামাল দিচ্ছেন তা নিয়ে সমালোচনা করে আসছেন সাও পাওলোর গভর্নর জোয়াও ডোরিয়া। ‘যেসব গভর্নর ও মেয়র ভ্যাকসিন কিনতে চান এবং দেশকে সহায়তা করতে চান’ তাদের আক্রমণ করায় বলসোনারোকে ‘উন্মাদ ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেন ডোরিয়া। ডোরিয়া বলেন, প্রতিদিন মানুষকে মরতে দেখে আমরা কীভাবে সমস্যার মোকাবিলা করব? ব্রাজিলের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার কিনারায় এসে ঠেকেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
Md Shopon ৫ মার্চ, ২০২১, ৫:০৮ পিএম says : 0
ব্রাজিলের প্রেসিডেন্ট ঠিক বলেছেন।
Total Reply(0)
Md Shopon ৫ মার্চ, ২০২১, ৫:০৯ পিএম says : 0
ব্রাজিলের প্রেসিডেন্ট ঠিক বলেছেন।
Total Reply(0)
JESMIN ANOWARA ৫ মার্চ, ২০২১, ৮:০৩ পিএম says : 0
He is the Brazilian of Donald Trump
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন