শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

শুরু হলো দেশের বৃহত্তম অনলাইন হোম অ্যাপ্লায়েন্স ফেস্টিভাল

প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে অনলাইনে দেশের বৃহত্তম হোম অ্যাপ্লায়েন্স ফেস্টিভাল আয়োজন করেছে জনপ্রিয় ই-কমার্স সাইট পিকাবু ডট কম। ৪৭টি ব্র্যান্ডের টিভি, ফ্রিজ ও এসিসহ প্রায় ১,১০০ পণ্যের উপর সর্বোচ্চ ৭৯% ছাড়ের অফার আজ পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে পিকাবু ডট কমের এই অনলাইন উৎসব। ক্রেতারা পিকাবু ডট কম থেকে সবধরনের ব্র্যান্ডের পণ্য ক্রয় করতে পারবেন। ক্রেতাদের শুধুমাত্র পিকাবু ডট কমের সাইটে গিয়ে অর্ডার করলে ঢাকার ভিতরে সর্বোচ্চ ৪৮ ঘন্টা এবং ঢাকার বাইরে সর্বোচ্চ ৯৬ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে ক্রয়কৃত পণ্য। সবচেয়ে আকর্ষনীয় ব্যাপার হচ্ছে অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে দি সিটি ব্যাংক লিমিটেড, ষ্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ডধারীদের জন্য পিকাবু ডট কমে আছে ০% ইন্টারেস্টে ইএমআই বা সহজ কিস্তি সুবিধা। এছাড়া ডেবিট কার্ড ও ক্যাশ অন ডেলিভারি সুবিধাতো থাকছেই। এছাড়া ক্রয়কৃত পণ্যে কোনো ক্রটি থাকলে তা পণ্য ক্রয়ের তিন দিনের মধ্যে অভিযোগ করলে তা ফেরৎ নিয়ে আরেকটি নতুন পণ্য দিয়ে পরিবর্তন করা হবে। পিকাবু ডট কম সবার আগে গ্রাহকের সন্তুষ্টির উপর প্রাধান্য দিয়ে থাকে। ঘরে কিংবা অফিসে বসে গ্রাহকরা পিকাবু ডট কমের পণ্য যাচাই করতে পারবেন, ফলে বেঁচে যাবে গ্রাহকের গুরুত্বপূর্ণ সময়। যঃঃঢ়://মড়ড়.মষ/এঋড়চনা সাইটে গিয়ে কিংবা পিকাবু ডট কমের হটলাইন নম্বরে কল করে অর্ডার করলে কম সময়ের মধ্যেই ঘরে পৌঁছে যাবে অর্ডারকৃত পণ্য।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন