শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

হাতের উপর খেলা করছে সোনালী কচ্ছপ!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২১, ৯:৪৬ এএম

মনে হচ্ছে সোনা চকচক করছে। হ্যাঁ, আসলেই যেন সোনার কচ্ছপ। সম্প্রতি এমনই ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ভারতের বন সার্ভিসের কর্মী সুশান্ত নাড্ডা সোনালী রঙের কচ্ছপের ছোট ছোট বাচ্চার ছবি পোস্ট করেছেন টুইটারে। সোনালী সেই কচ্ছপের ছবিই এখন আলোচনার শীর্ষে। 
 
ভারতের গণমাধ্যম আজকালের এক প্রতিবেদনে বৃহস্পতিবার (১১ মার্চ) এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, গোবরে পোকার এই সোনালী কচ্ছপগুলো ‘চরিডোটেলা সেক্সপুঙ্কটাটা’ নামেই পরিচিত বেশি।
 
ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, সোনালী কচ্ছপগুলো হাতের উপর খেলা করছে। যেন সোনা চকচক করছে। ১৭ সেকেন্ডের সেই ভিডিও ঘিরেই এখন আলোচনা-সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ লিখছেন, সত্যিই কিছু সময় সোনা খুবই চকচক করে।
 
এই প্রজাতির কচ্ছপ ছানা কেবল দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে পাওয়া যায়। বিজ্ঞানীরা বলছেন, এই প্রজাতির কচ্ছপগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে। রেডিশ ব্রাউনের মধ্যে ব্ল্যাক স্পট রয়েছে, সেগুলো আরও সুন্দর হয়ে থাকে।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
md noor a alam ১৩ মার্চ, ২০২১, ৩:০২ পিএম says : 0
কি বলতে চাইছেন গুবরে পোকা না কচ্ছপ ????
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন