টেলিভিশন টকশোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়েছে। চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছাম্মৎ কামরুন্নাহার রুমি গতকাল সোমবার বিচার শুরুর এ আদেশ দিয়েছেন। আগামী ২৪ মে থেকে সাক্ষ্যগ্রহণ শুরুরও আদেশ দিয়েছেন আদালত।
বাদীর আইনজীবী অতিরিক্ত মহানগর পিপি নিখিল কুমার নাথ জানান, রাষ্ট্রদ্রোহের অভিযোগে আসামির বিরুদ্ধে আদালত বিচার শুরুর আদেশ দিয়েছেন। এরআগে আসামি পক্ষের আইনজীবী এনামুল হক শামসুজ্জামান দুদুকে মামলা থেকে অব্যাহতির আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার্জ গঠন করেন।
টকশোতে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ২০২০ সালের ১৯ সেপ্টেম্বর চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রাণী রায়ের আদালতে মামলার আবেদন করেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন