শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

হজযাত্রীদের করোনা টিকা গ্রহণ করতে হবে- ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২১, ৬:৫৮ পিএম

আসন্ন পবিত্র হজ ১৪৪২ হিজরী এ গমনের আগাম প্রস্তুতি হিসেবে সরকারি ও বেসরকারি সিস্টেমে নিবন্ধিত ১৮ বছরের ঊর্ধ্বে ও ৪০ বছরের নিম্নে ৪,৮৩৩ জন এবং ৪০ বছরের ঊর্ধ্বে ৫৫,৮৭৩ জন মোট ৬০,৭০৬ জন ব্যক্তিকে কোভিড-১৯ এর টিকা গ্রহণ করতে হবে। টিকা কার্ডে ট্র্যাকিং নম্বর, নাম, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, জাতীয় পরিচয় পত্র নম্বর, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, লিঙ্গ, মোবাইল নম্বর, হজ লাইসেন্স নম্বর, এজেন্সির নাম ইত্যাদি তথ্য উল্লেখ থাকবে।

আজ ধর্ম মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগের মাধ্যমে মার্চ ২০২১ এর মধ্যে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ ও আগামী মে এর মধ্যে কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, হজে গমন করতে হলে কোভিড-১৯ এর টিকা গ্রহণ বাধ্যতামূলক মর্মে রাজকীয় সউদী সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গেজেট প্রকাশিত হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন