শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

আশুলিয়ায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, সাভার : | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২১, ১২:০০ এএম

ঢাকার সাভারের আশুলিয়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সাইফুল ইসলাম সাতক্ষীরা জেলার সদর থানার জোড়দিয়া গ্রামের মো. কায়সারের ছেলে। সে আশুলিয়ার ভাদাইল এলাকায় ভাড়া বাসায় থেকে রডমিস্ত্রী হিসেবে কাজ করতেন।

আশুলিয়া থানার এসআই মিলন ফকির জানান, আশুলিয়ার গোরাট এলাকার একটি নির্মাণাধীন ভবনের চার তলার ছাদে রডের কাজ করার সময় হঠাৎ নিচে পরে যায় সাইফুল। পরে তাকে উদ্ধার করে সহকর্মীরা নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন