শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

হজ পালনে বুধবার সউদী আরব যাচ্ছেন খালেদা জিয়া পরদিন তারেক রহমান

প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আগামী ৭ সেপ্টেম্বর সউদী আরব যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ওইদিন হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সউদী এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সউদী সরকারের রাজকীয় অতিথি হিসেবে বেগম খালেদা জিয়া পবিত্র হজ পালন করবেন। খালেদা জিয়া ছাড়াও তার সাথে পরিবারের আরো কয়েকজন সদস্যও যাবেন সউদী আরবে। এছাড়া লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও হজ পালনের জন্য একই সময়ে সউদী আরব যেতে পারেন।
জানা গেছে, মা-বেগম খালেদা জিয়ার যাত্রার সময়ের সঙ্গে মিল রেখে লন্ডন থেকে বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী-কন্যাসহ দুবাই যাবেন। সেখানে মায়ের সঙ্গে সাক্ষাতের পর ৮ সেপ্টেম্বর জেদ্দা বিমান বন্দরে অবতরণ করার কথা রয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বাংলাদেশের উদ্দেশ্যে এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের যুক্তরাজ্যের উদ্দেশ্যে সউদী আরব ছাড়ার কথাও জানিয়েছে সূত্রটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
মাসুদ ৫ সেপ্টেম্বর, ২০১৬, ৪:৪৮ এএম says : 3
আল্লাহ যেন তাকে সঠিকভাবে হজ্জ পালন করার তৌফিক দান করেন।
Total Reply(0)
আনোয়ার ৫ সেপ্টেম্বর, ২০১৬, ৬:৩৭ এএম says : 1
আল্লাহ পাক তাদেরকে সহিহ ছালামতে হজ্জ করার তাওফিক দান করুনআমিন
Total Reply(0)
আজিজ ৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:৪৬ পিএম says : 0
যাক অনেক দিন পরে আবার মায়ের সাথে দেখা হবে তারেকের।
Total Reply(0)
বোরহান ৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:৫৪ পিএম says : 2
বেগম জিয়ার কাছে অনুরোধ, ওখানে গিয়ে এই দেশের জন্য দোয়া করবেন।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন