রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বঙ্গবন্ধু ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ নেতা : স্যার মার্ক টালি

ইনকিলাব অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২১, ৭:৪২ পিএম

বঙ্গবন্ধু ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ নেতা উল্লেখ করে বিখ্যাত ব্রিটিশ লেখক ও সাংবাদিক স্যার মার্ক টালি বলেন, ‘তার মায়ের জন্ম আজকের বাংলাদেশ ভূখণ্ডে। তাই তিনি সবসময়েই এই দেশের প্রতি আত্মিক টান অনুভব করেছেন। টালি বলেন, ‘আজকের এই আনন্দের দিনে আমি স্মরণ করছি এক মহান নেতাকে।

টালি বলেন, তিনি কারাগার থেকে দেশে ফিরেই আমাকে ডেকে পাঠান। আমি তখন বিবিসির দিল্লি করসপন্ডেন্ট। সেদিন আমি পেয়েছিলাম জীবনের শ্রেষ্ঠতম সম্মান। বাংলাদেশের এই অকৃত্রিম বন্ধু, যার কণ্ঠস্বর শোনার জন্য রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা অপেক্ষা করতেন, বলেন, আমি বঙ্গবন্ধুর কণ্ঠস্বর কখনই ভুলবো না। এমন আওয়াজ, যা সবসময় জনতার পক্ষে কথা বলে, আর কখনও শুনিনি। ভিডিও বার্তায় টালি জানান, তিনি পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণ পেয়ে সম্মানিত হয়েছিলেন। কিন্তু অতিমারি, অসুস্থতা আর বয়স তাকে বাংলাদেশে আসতে দেয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন