রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

নিবন্ধিত ২৫৩ শিক্ষককে নিয়োগ দিতে রুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২১, ১২:০৪ এএম

নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ২৫৩ সনদধারীকে শূন্য পদের বিপরীতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কেন নিয়োগের সুপারিশ করা হবে না-এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। রিটের শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো.আশফাকুল ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ আলীর ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন সহকারি অ্যাটর্নি জেনারেল নাছিমুল ইসলাম রাজ্। মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন,১৩তম শিক্ষক নিবন্ধন সনদধারীদের ২০১৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে শূন্য পদের ভিত্তিতে নিয়োগের জন্য সুপারিশ করার নিয়ম থাকলেও এনটিআরসি তা করেনি। প্রাথমিকভাবে কিছু প্রার্থী হাইকোর্টে রিট করলে আদালত তাদের পক্ষে রায় দেন। ওই রায়ের আলোকে বর্তমান রিটকারীরা শূন্য পদের বিপরীতে নিয়োগের সুপারিশ প্রার্থনা করেন। প্রাথমিক শুনানি শেষে উপরোক্ত রুল দেন হাইকোর্ট। শিক্ষাসচিব, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কতৃপক্ষ (এনটিআরসি)র চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। ২৫৩ বাদীর মধ্যে রয়েছেন, সুমন, মো. সাইফুল্লাহ, মো. আব্দুল জলিল, মো. গোলজার হোসেন, মো. দেলোয়ার হোসেন, আব্দুর রহিম, রাহাতুল আশিকিন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন